চাকরি দিতে প্রতারণার অভিযোগে সেফ হেলথ প্রজেক্টের চেয়ারম্যান ও তার সহযোগীকে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
গাইবান্ধায় চাকরি দিতে প্রতারণার অভিযোগে সেফ হেলথ প্রজেক্টের চেয়ারম্যান ডাঃ মনিরুল আলম ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ।
সকালে গাইবান্ধা এন এইচ মডার্ণ উচ্চ বিদ্যালয়ের হলরুমে সেফ হেলথ প্রজেক্টে চাকরির জন্য দেড় শতাধিক প্রার্থী পরীক্ষা দেয়। এসময় সেফ হেলথ প্রজেক্টের চেয়ারম্যান ডাঃ মনিরুল আলম চাকরি প্রাপ্তি ও প্রশিক্ষণ বাবদ প্রত্যেকের কাছে মোটা অংকের অর্থ দাবী করলে পরীক্ষার্থীরা এ ধরনের নতুন শর্তের প্রতিবাদে তাদেরকে ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রজেক্টের চেয়ারম্যান ডাঃ মনিরুল আলমসহ দু’জনকে আটক করে থানায় নিয়ে যায়।















