চাকরি ছাড়ার পরও কর্মকর্তার বিরুদ্ধে ২৬টি মামলা

- আপডেট সময় : ০৭:০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
চাকরি ছাড়ার পরও কর্মকর্তার বিরুদ্ধে ২৬টি মামলা করেছে শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান কেডিএস গ্রুপ। মামলায় নাম আছে ওই কর্মকর্তার পরিবারের অন্য সদস্যরাও। হয়রানীর হাত থেকে বাঁচতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ওই পরিবারটি।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান, কেডিএস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কেওয়াই স্টীলের সাবেক নির্বাহী পরিচালক কর্মকর্তা মুনির হোসেন খানের পিতা মোয়াজ্জেম হোসেন খান। তিনি জানান, ২০১৮ সালে শীর্ষ কর্মকর্তাদের দুর্ব্যবহারের কারণে কেডিএস গ্রুপের চাকরি ছাড়েন তার ছেলে। এক বছর পর বায়েজিদ থানায় প্রথমে গাড়ি চুড়ির মামলা পরে ক’দিন পর পর নিয়মিতভাবে মামলা দিতেই থাকে কেডিএস কর্তৃপক্ষ। এক মামলায় জামিন হলে আরেক মামলায় ফাঁসানো হচ্ছে তার ছেলেকে। এমনকি ছেলেকে মুক্ত করতে দৌড়ঝাঁপ করায় তার বিরুদ্ধেও দুটি মিথ্যা মামলা করেছে তারা। বড় একটি শিল্প প্রতিষ্ঠানের রোষানল থেকে বাঁচতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।