চাকরির জন্য ঘুষ নেবো না, কাউকে নিতেও দেবো না : মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / ১৫২৭ বার পড়া হয়েছে
আমরা চাকরির জন্য ঘুষ নেবো না, কাউকে নিতেও দেবো না সাফ জানিয়ে দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিজ নির্বাচনী এলাকার ঠাকুরগাঁও-১ আসনের বেগুনবাড়ি ইউনিয়নের পাইকপাড়া গ্রামে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আমরা আমানতের খেয়ানত করিনা। আমরা যে ভোট নেই এটা কাজ করার জন্য। আমাদের কিছু খারাপ লোক আছে যারা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে করতে চায়, এই বিভেদ যাতে কেউ সৃষ্টি করতে না পারে এজন্য সজাগ থাকার আহবান জানান মির্জা ফখরুল। হিন্দু সম্প্রদায়ের মানুষের সাহস নিয়ে থাকাতে হবে, আপনাদের যে কোন সমস্যায় আমরা আপনাদের পাশে আছি। সেইসাথে নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলকে আহবান জানান মির্জা ফখরুল।



















