চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী তেত্রিশটি যানবাহনে গতরাতে গণডাকাতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী তেত্রিশটি যানবাহনে গতরাতে গণডাকাতি হয়েছে।
ভোলাহাট উপজেলার ফলিমারি বিল এলাকায় ডাকাতের কবলে পড়ে ঢাকাগামী যানবাহনগুলো। যাত্রীদের দেশিয় অস্ত্র, লাঠিসোটা ও রড দিয়ে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুটে নেয় তারা। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভোলাহাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে যানবাহনগুলো। ঘণ্টাখানেকের মধ্যেই সড়কে ডাকাতের কবলে পড়ে তারা। যাত্রীরা জানায়, অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে টাকা, স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। ১৫ থেকে ১৬ জন ডাকাত ছিল বলে জানায় যাত্রীরা। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা পালিয়ে গেছে। তবে, অনেককেই চিহ্নিত করতে পেরেছে বলে দাবি করেন তিনি।




















