চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ষ্টেশনপাড়া থেকে এক অস্ত্র ব্যবসায়ী আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
- / ১৭৬৩ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ষ্টেশনপাড়া থেকে জসিম উদ্দীন নামে এক অস্ত্র ব্যবসায়ীকে ২টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি ও ১ হাজার ৪৫ পিস ইয়াবাসহ আটক করেছে রেব।
সকালে একটি ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে গ্রেফতার দেখিয়ে গোমস্তাপুর থানা হাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত জসিমউদ্দীন শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘি গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ রেব ক্যাম্পের অধিনায়ক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আজমল হোসেন জানান, অস্ত্র ও হত্যা মামলাসহ ৭/৮টি মামলা রয়েছে জসিম উদ্দীনের নামে।