চাঁদা চাইতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে ৩ যুবলীগ কর্মী

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৫৮৭ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে যুবদলের নাম ভাঙ্গিয়ে এবং ভুয়া চিঠি নিয়ে অফিস ও কাঁচামালের আড়তে চাঁদা চাইতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে ৩ যুবলীগ কর্মী। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোবিন্দনগরে গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আটক তিন যুবলীগ কর্মীর নাম– সোলায়মান হোসেন, রাজু হোসেন ও রাকিব হোসেন।
স্থানীয়রা জানান, এই তিনজন কাঁচামালের আড়তে গিয়ে নিজেদেরকে যুবদলের সদস্য পরিচয় দিয়ে পিকনিকের চাঁদা দাবি করে। সেসময় সন্দেহ হলে পুলিশকে খবর দেয়া হয়। ছাত্রদল জেলা সভাপতি মোঃ কায়েস অভিযোগ করেন, যুবদল-ছাত্রদল ও বিএনপির নামে বিভিন্ন স্থানে চাঁদাবাজি শুরু করেছে পরাজিত আওয়ামী লীগ-যুবলীগের দুষ্কৃতিকারীরা। এদের কঠোর শাস্তি দাবি করেন তিনি। ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ ওয়াহিদ জানান, এ ব্যাপারে তদন্ত ও মামলা প্রক্রিয়াধীন।