চাঁদাবাজদের জন্য কমপ্লিট লাল কার্ড : জামায়াত আমির
- আপডেট সময় : ০৭:৫৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
চাঁদাবাজদের জন্য কমপ্লিট লাল কার্ড। এমন মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে ইনসাফ কায়েম করা হবে। সকালে রাজধানীর ঢাকা-৪-৫ ও ৬ আসনে আলাদা জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন জামায়াত আমির। ডা. শফিকুর রহমান বলেন, দেশে এখন ‘চাঁদাবাজি’ নামক এক নিকৃষ্ট পেশার জন্ম হয়েছে। অন্যদিকে, কর্নেল ওলি আহমেদ অভিযোগ করেন, এখনো অনেকে দিল্লির দাসত্ব করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে।
নির্বাচনী প্রচারণায় ১১ দলীয় জোট।ঢাকা মহানগর দক্ষিণে আয়োজিত নির্বাচনী জনসভায় দুপুর থেকেই ধুপখোলা মাঠে জড়ো হয় জোটের নেতাকর্মীরা। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। মঞ্চে উপস্থিত ছিলেন কর্নেল ওলি আহমেদ, নাসিরউদ্দিন পাটুয়ারিসহ জোটের শীর্ষ নেতারা। সভার শুরুতেই নেতারা স্মরণ করেন জুলাই বিপ্লবের শহীদদের। হুঁশিয়ারি দেন ভোট চুরির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে।
জনসভায় বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, চাঁদাবাজী হচ্ছে ভিক্ষাবৃত্তির চেয়েও নিকৃষ্ট। চাঁদাবাজী বন্ধ করে, চাঁদাবাজদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, চাঁদাবাজদের এদেশের মানুষ আর সমর্থন করবে না।
দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কারো হস্তক্ষেপ সহ্য করা হবে না। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কেউ দুর্বৃত্তায়নের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।
জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে একটি স্বনির্ভর ও ইনসাফ কায়েমের অঙ্গীকার নিয়ে জনগনের সমর্থন আদায়ে চেষ্টা চালাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোট।

















