চাঁদপুর ও মৌলভীবাজারে করোনার উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যু

- আপডেট সময় : ০২:১৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
চাঁদপুর ও মৌলভীবাজারে করোনার উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যু হয়েছে।
চাঁদপুরের হাজীগঞ্জে করোনা উপসর্গে রহিমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। মতলবের আইসিডিডিআরবি হাসপাতালে প্রথমে ডায়রিয়া নিয়ে ভর্তি হন ওই নারী। কিন্তু সেখানকার চিকিৎসকরা ওই নারীর পাতলা পায়খানার পাশাপাশি শ্বাসকষ্ট ও জ্বর থাকায় রোববার দুপুরে চাঁদপুর সদর হাসপাতালে পাঠান। কিন্তু রোগীর স্বজনরা তথ্য গোপন করে তাকে বাড়িতে নিয়ে আসার পর রাতেই তার মৃত্যু হয়।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মুর্তিঙ্গা চা বাগানে করোনা উপসর্গ নিয়ে ৫৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। চা বাগানের পাথরটিলা এলাকার সুরেশ উড়াংয়ের স্ত্রী দৈবকী উড়াং দু’ তিন দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও মাথা ব্যথায় ভুগছিলেন। গতরাতে তাকে খাবারের জন্য ঘুম থেকে তুলতে গিয়ে পরিবারের লোকজন দেখতে পায়, তিনি বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন।