চাঁদপুর ও পটুয়াখালীতে অসহায়-দু:স্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
চাঁদপুর ও পটুয়াখালীতে অসহায়-দু:স্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
চাঁদপুরে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে তোফায়েল আহম্মেদ খান ফাউন্ডেশনের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও সহস্রাধিক অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
পটুয়াখালী ৫০ শয্যা ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসক ও রোগীদের স্বাস্থ্য সুরক্ষায় আড়াই হাজার সার্জিক্যাল মাস্ক ও বেশ কিছু কম্বল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর সিকদার সহ অন্যারা।