চাঁদপুরে সিএনজি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষে দুই আরোহীর মৃত্যু

- আপডেট সময় : ০১:১১:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
- / ১৭৬৭ বার পড়া হয়েছে
চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষে আবদুর রহমান ও মো. সোহাগ নামে দুই আরোহীর মৃত্যু হয়েছে। গেলো রাতে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের কামতা বাজার চৌধুরী বাড়ীর সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাইকটি ধুমড়ে মুচড়ে যায়। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ মুহসীন আলম জানান, আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে দুজনের মরদেহ হস্তান্তর করা হয়।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাব্বির হোসেন নামে শিক্ষার্থী নিহত। গেল রাতে উপজেলার সোনামুখী মোড় নামক এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সাব্বির ও তার দুই বন্ধু মিলে মোটরসাইকেলে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে সোনামুখী নামক স্থানে পৌঁছলে সামনে থাকা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাব্বিরের মৃত্যু হয়।