চাঁদপুরে মেঘনার ভাঙন থেকে রক্ষা প্রকল্পের মান নিয়ে প্রশ্ন তুলেছেন নদী তীরের বাসিন্দারা
- আপডেট সময় : ০৭:৪৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / ১৬১০ বার পড়া হয়েছে
চাঁদপুরকে মেঘনার ভাঙন থেকে রক্ষায় বর্তমান সরকারের আমলে অন্তত দেড় হাজার কোটি টাকার কাজ হয়েছে। স্থায়ীভাবে কাজ হলেও বর্ষা শুরু হলেই বিভিন্ন এলাকায় শুরু হয় ভাঙন। তবে ভাঙন রোধে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়া হলেও কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন নদী তীরের বাসিন্দারা। তাই সংস্কার নয় স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, স্থায়ী সমাধানে প্রায় ৩ হাজার কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাবনা করা হয়েছে।
গেলো বছরের ১২ আগস্ট ভোরে, চাঁদপুরে শহরের টিলাবাড়ি এলাকায় শহর রক্ষা বাঁধে হঠাৎ ভাঙনে তলিয়ে যায় ৫০ মিটার এলাকা। এর আগে পুরানবাজার রনা গোয়াল ও হরিসভাসহ বেশকিছু এলাকার কয়েকশ মিটার এলাকা নদীগর্ভে চলে যায়। তাৎক্ষণিক মেরামত কাজ করা হলেও এখনো বর্ষায় আতংকে থাকে এলাকাবাসী।
বর্ষায় নয় শুষ্ক মৌসুমে কাজ করে ভাঙন প্রতিরোধে স্থায়ী ও টেকসই সমাধানের দাবি স্থানীয়দের।
বর্ষায় শহর রক্ষা বাঁধ স্থায়ীভাবে পুনরায় সংস্কারের জন্য ৩ হাজার কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। পাস হলে এ বছরই কাজ শুরু হবে বলে জানান এই কর্মকর্তা।
শহর রক্ষায় স্থায়ী সমাধানে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন নদী তীরবর্তী মানুষ ও সচেতন মহল।










