চাঁদপুরে ইলিশের দাম এখন আকাশচুম্বী
- আপডেট সময় : ০৫:২০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / ১৫০২ বার পড়া হয়েছে
ইলিশের বাড়ি খ্যাত জেলা চাঁদপুরে ইলিশের দাম এখন আকাশচুম্বী। ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে ইলিশ৷ এ নিয়ে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের শেষ নেই। তারা বলছেন, অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ক্রমাগত বাড়াচ্ছে ইলিশের দাম৷ অন্যদিকে, ব্যবসায়ী ও জেলেরা বলছে নদীতে ইলিশ সংকট চলছে৷ চাহিদা বেশি, সরবরাহ কম তাই বেড়েই চলছে দাম৷ মৎস্য বিভাগ বলছে নদ-নদীর নাব্যতা হ্রাস, চর, ডুব চর, দূষণ, জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত আহরণের কারণে ইলিশের উৎপাদন কমেছে দিন দিন।
আকাশ ছোঁয়া দামের কারণে ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ৷ গত দুই বছরে ব্যবধানে ইলিশের দাম বেড়েছে ৪ থেকে ৫ গুন৷ কেজি সাইজের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে ৪ হাজার টাকা দামে৷ আর ৬শ-৭শ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয় ৩ হাজার টাকা কেজি।
জেলেরা বলছে, এ বছর জুলাই থেকে আক্টবর পরযন্ত ইলিশের ভরা মৌসুমেও পাওয়া যায়নি পর্যাপ্ত মাছ৷ এখন নাকি ইলিশের দেখাই মেলো না। দেশের বৃহত্তর মৎস্য অবতরন কেন্দ্র চাঁদপুর মাছ ঘাটের ব্যসায়ীরা বলছেন,দুই বছর আগেও এই সময়ে ঘাটে আসতে দৈনিক ২শ থেকে ৩ শ মন ইলিশ৷ যা এখম নেমে এসেছে মাত্র ৪ থেকে ৫ মনে৷ নোনা পানির ইলিশ ডিম ছাড়ার জন্যে আসে, নদীতে৷ রেনু থেকে জাটকা হলেই ছুটে যায় সাগরে৷ সেই সাগরে শত শত মন জাটকা নিধন হচ্ছে অবৈধ ট্রলিং ট্রলারে।
ইলিশ গবেষকরা বলছেন, সবাই মিলে রক্ষা করতে হবে জাটকা ইলিশ৷ তা হলেই দূর হবে ইলিশের সংকট৷
নদীর নাব্যতা দূর করা এবং মা ইলিশ ও জাটকা রক্ষায় কার্যকর উদ্যোগ দেখতে চাঁদপুরের মানুষ।




















