চাঁদপুরের বলাশিয়া আশ্রয়ন প্রকল্প নদীগর্ভে হারিয়ে গেছে

- আপডেট সময় : ০৬:০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
চাঁদপুরে পদ্মা-মেঘনার ভাঙনে সদর উপজেলার রাজরাজেশ্বরের বলাশিয়া আশ্রয়ন প্রকল্প নদীগর্ভে হারিয়ে গেছে। এতে আশ্রয়হীন হয়ে পড়েছে শতাধিক পরিবার। অনেকে অন্যত্র চলে গেলেও, কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছে খোলা মাঠে। ভাঙন অব্যাহত থাকায়, পুরো ইউনিয়ন বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙনরোধে পদক্ষেপ নেয়া হবে।
চাঁদপুরে মতলব উত্তর থেকে হাইমচর পর্যন্ত নদীর পশ্চিমে ৩০টির বেশি চর রয়েছে। প্রতি বছর পদ্মা ও মেঘনা নদীর ভাঙনের শিকার হয় এসব চর। এবার পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে, সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের বলাশিয়া আশ্রয়ন প্রকল্প।
২০০৮ সালের নির্বাচনের পর ক্ষমতায় এসে, আওয়ামী লীগ সরকার নদী ভাঙন ও অসহায় ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প চালু করে। চাঁদপুর জেলায় ১৩টি প্রকল্পের অন্যতম বলাশিয়া প্রকল্প। ২০১৪ সালে এই প্রকল্পে শতাধিক পরিবার আশ্রয় পায়। চলতি ও গত বছরের ভাঙনে, প্রকল্পের ২০টি ব্যারাকের প্রায় সব ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
ঘর নদীগর্ভে বিলীন হওয়ায় ভেঙ্গে গেছে এখানে ঠাঁই পাওয়া মানুষের স্বপ্ন। ইতোমধ্যে অনেক অন্যত্র চলে গেছেন। তবে কয়েকটি পরিবার রয়েছে খোলা আকাশের নিচে। তারা সরকারের সহায়তা চেয়েছেন।
ভাঙন শুরু হলে, তা উপজেলা প্রশাসনকে অবহিত করার কথা জানান রাজরাজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মো. হযরত আলী বেপারী। ভাঙ্গন অব্যাহত থাকলে, ইউনিয়নের চিত্রই থাকবে না বলে আশংকা করেন তিনি।
ভাঙ্গনরোধে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।
দ্রুত ভাঙনরোধে ব্যবস্থা নেয়া হবে–এমন প্রত্যাশা রাজরাজেশ্বরবাসীর।