চাঁদপুরের পদ্মা মেঘনায় কারেন্ট জালসহ ১০ জেলে আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা মেঘনায় নৌ-পুলিশের অভিযানে কারেন্ট জালসহ ১০ জেলেকে আটক করা হয়েছে।
সকালে অভিযান পরিচালনা করে নৌ পুলিশ। অভিযানে ৪টি নৌকা জব্দ করা হয়। এ সময় মাছ শিকাররত অবস্থায় ১১ লাখ মিটার কারেন্ট জালসহ ১০ জেলেকে আটক করা হয়।এছাড়া ৪টি জেলে নৌকা ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয় ও জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
এদিকে, পটুয়াখালীর সদর উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশের যৌথ অভিযানে গেল ২৪ ঘণ্টায় পায়রাসহ বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জালসহ চরগড়া জাল জব্দ করা হয়েছে।