চাঁদপুরের কচুয়ায় সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থীসহ ৪ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
চাঁদপুরের কচুয়ায় সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থীসহ ৪ জন নিহত হয়েছে। বিআরটিসি বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকাগামী যাত্রীবাহী বিআরটিসি বাস ও হাজীগঞ্জগামী সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা সাদ্দাম হোসেন ও রিফাত মারা যায়। গুরুতর আহত অবস্থায় অপর ৩ জনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় উর্মি মজুমদার। সিএনজি চালক মনির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেলে নেয়ার পথে মারা যান। অপর দুইজনের মধ্যে ইব্রাহীম কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।