চাঁদপুরের আড়তগুলোতে চাহিদা অনুযায়ী মিলছে না ইলিশ

- আপডেট সময় : ০১:৪৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ১৭১৫ বার পড়া হয়েছে
নিষেধাজ্ঞার দুই মাস পর চাঁদপুরের আড়তগুলোতে চাহিদা অনুযায়ী মিলছে না ইলিশ। তবে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে সরবরাহ বেড়েছে। ইলিশের পাশাপাশি মিলছে চেউয়া, আইড়, চিংড়িসহ বিভিন্ন দেশী মাছ। ব্যবসায়ীরা বলছেন, অভিযান সফল হলেও ইলিশের মৌসুম এখনই নয়। মৎস্য বিভাগের দাবি জুন-জুলাইতে মিলবে কাঙ্খিত ইলিশ।
মার্চ-এপ্রিল দু’মাস দেশের পাঁচটি অভয়াশ্রমে জাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়ন করে সরকার। ১ মে থেকে নদীতে নেমেছে কয়েক হাজার জেলে। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে জালে ইলিশ ধরা দিয়েছে বেশি। তবে আকারে ছোট সাইজ বেশি। এদিকে দুই মাস পর মেঘনা ঘাটে ইলিশ কিনতে এসে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।
চাঁদপুর বড় স্টেশনের ইলিশের আড়তদাররা বলছেন, জেলেদের নতুন জালসহ নদীতে নামতে এবার খরচ দ্বিগুণ। তাই মাছ সরবরাহ বাড়লেও দাম কমানোর সুযোগ নেই।
নিয়মিত অভিযান হওয়ায় জাটকা সাগরে ফিরে যেতে পেরেছে। জুন-জুলাইয়ে বৃষ্টি হলে সাগর থেকে ইলিশ ঝাঁকে ঝাঁকে নদীতে ফিরবে বলে প্রত্যাশা চাঁদপুর সদর উপজেলার এই মৎস্য কর্মকর্তার।
দেড় কেজি ওজনের ইলিশ ২৫০০ টাকা এবং এক কেজি ওজনের ইলিশ ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এবার আগের তুলনায় ইলিশ উৎপাদন বাড়বে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
*চাঁদপুরে চাহিদা অনুযায়ী মিলছে না ইলিশ/ মেঘনা ঘাটে হিমশিম খাচ্ছেন ক্রেতারা/ জুন-জুলাইতে মিলবে কাঙ্খিত ইলিশ, দাবি মৎস্য বিভাগের