চসিক নির্বাচনে সবকটি কেন্দ্রে এবারই প্রথমবার ইলেকট্রনিক ভোটিং মেশিন

- আপডেট সময় : ০১:১৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
চসিক নির্বাচনে সবকটি কেন্দ্রে এবারই প্রথমবার ইলেকট্রনিক ভোটিং মেশিন… ইভিএমে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্দর নগরীর ৭শ ৩৫টি কেন্দ্রে চলবে এই ভোট উৎসব। প্রথমবার দলীয় প্রতিক ও সম্পূর্ণ ইভিএম পদ্ধতির মাধ্যমে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
সকাল ৯টায় এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী।কেন্দ্রের বাইরে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে। জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি। এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোটার সংখ্যা তিন হাজার ১১৭ জন। অন্যদিকে, বাকলিয়ার কেন্দ্রে ভোট দেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। বেরিয়ে সাংবাদিকদের জানান, পরিস্থিতি যাই হোক, শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবেন তিনি। এসময় অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। এবার নির্বাচনে মেয়র পদে ৭ জন এবং ১৩৯টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৭২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি ১৪টি সংরক্ষিত পদে প্রার্থী রয়েছেন ৫৭ জন