চলাচলের অযোগ্য হয়ে পড়েছে গোপালগঞ্জ সদর উপজেলার সড়কগুলো
- আপডেট সময় : ০২:৪২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
চলাচলের অযোগ্য হয়ে পড়েছে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের সড়কগুলো। রিক্সা-ভ্যান তো দূরের কথা, পায়ে হেঁটেও চলাচল করতে পারছে না পথচারীরা। রোগীদের হাসপাতালে আনা-নেয়া করতে চরম দুর্ভোগ পোহাতে হয় যানবাহন চালক ও স্বজনদের।
কাজুলিয়া ইউনিয়নের সাত নাম্বার ওয়ার্ডে রয়েছে ছোট-বড় আটটি কাঁচা সড়ক। এই এলাকায় পাঁচটি প্রাইমারি স্কুল, দুটি হাইস্কুল, দুটি মাদ্রাসা ও একটি কলেজ রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কগুলোতে জমে হাটু সমান কাঁদা। চলাচলের অনুপযোগী হওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হয় রোগী, বয়স্ক ব্যক্তি, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ গ্রামবাসীকে।
বছরের পর বছর বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো ফল পাননি বলে জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা।সড়কগুলো পাকা করার আশ্বাস দিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা। শুধু আশ্বাস নয়, সড়কগুলো দ্রুত পাকাকরণে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানায়, এলাকাবাসী।























