চলমান লকডাউনে একটু সহায়তার আশায় ঘন্টার পর ঘন্টা বসে আছেন নিন্ম আয়ের মানুষ
- আপডেট সময় : ০৮:২৪:০২ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
চলমান কঠোর লকডাউনের শেষ দিন আজ। কাল থেকে শুরু পরবর্তী ঘোষিত বিধিনিষেধ। এরই মাঝে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা মিলছে নিন্ম আয়ের ছিন্নমূল মানুষদের। যারা একটু সহায়তার আশায় বসে আছেন ঘন্টার পর ঘন্টা। করোনায় এদের অনেকেই হারিয়েছেন বাসা-বাড়ির কাজও। বেঁচে থাকতে চান সরকারী-বেসরকারী সহযোগিতায়। এদিকে, প্রথম দফা কঠোর লকডাউনের শেষ দিনেও সড়কে বেড়েছে ব্যক্তিগত যান চলাচল।
চলমান কঠোর লকডাউনের অষ্টম দিনে অভাবের তাড়নায় ধানমন্ডির সাইন্স ল্যাবে সড়কের পাশে জটলা ধরে সাহায্যের আশায় বসে আছে হতদরিদ্র ও নিন্ম আয়ের ছিন্নমূল মানুষ।
ক্যামেরা দেখে ক্ষেপে ওঠেন তারা। জানান ক্ষোভের কথা।
রাজধানীর শুধু সাইন্স ল্যাব এলাকাই নয় মহাখালীসহ বিভিন্ন এলাকায় দেখা মিলেছে হতদরিদ্রদের। সরকারী কিংবা বিত্তবানদের কাছ থেকে সাহায্য পেতে এভাবে বসে থাকা।
এদের অনেকেই আবার করোনার কারণে হারিয়েছেন বাসা-বাড়ির কাজ।
রাজধানীর মহাখালী উত্তরা সড়কের চিত্র এটি। গণপরিবহন না থাকলেও সড়কে দাবিয় বেড়াচ্ছেন ব্যক্তিগত যান চলাচল।
তবে নগরীর ধানমন্ডি, বিভিন্ন এলাকায় রয়েছে বেশ কয়েকটি চেকপোষ্ট ।
তবে, অভিজাত এলাকায় কিছুটা রয়েছে পুলিশের তল্লাশী।
নানা অযুহাতে সড়কে বাড়ছে মানুষের উপস্থিতি।
সড়কে যান বাহনের চাপ বাড়ায় ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
























