চলমান এসডিজি প্রকল্প বাস্তবায়ন কিছুটা কঠিন : পররাষ্ট্র মন্ত্রী

- আপডেট সময় : ০৯:৫৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
নানা সীমাবদ্ধতার মধ্যে এসডিজি অর্জনে বাংলাদেশের সাফল্যের খবর অত্যন্ত আশাব্যঞ্জক হলেও বৈশ্বিক সংকটের কারনে চলমান এসডিজি প্রকল্প বাস্তবায়ন কিছুটা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।এসময় তিনি বলেন চ্যালেঞ্জ মোকাবিলা করেও যে ঘুরে দাঁড়ানো যায় তা বাংলাদেশ দেখাতে সক্ষম হয়েছে।করোনা মহামারি, জলবায়ু পরিবর্তন ও ইউক্রেনের যুদ্ধের মতো নানা সংকটের প্রভাবের মধ্যেও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার।শিক্ষা, সাস্থ্য ও সামাজীক উন্নয়ন বৃদ্ধি করতে আগামী তে দেশের উপজেলা ও প্রান্তিক পর্যায়ে সরকার কাজ করবে বলেও জানান তিনি।তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের জন্য এগিয়ে আসার আহ্বান জানান তিনি। যাতে ওই দেশগুলো টেকসই, ঘুরে দাঁড়াতে সক্ষম ও অন্তর্ভুক্তিমূলক পুনরুদ্ধার প্রক্রিয়ায় ফিরে যেতে পারে।