চলমান অপরাধ, ধর্ষণ, পুলিশি নির্যাতনে যুবক নিহতসহ বিভিন্ন অপরাধের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
চলমান অপরাধ, ধর্ষণ, পুলিশি নির্যাতনে যুবক নিহতসহ বিভিন্ন অপরাধের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ইসলামী সংগঠন। মানববন্ধনে ঘটনায় জড়িত দোষীদের দ্রুত শাস্তির দাবি জানানো হয়।
শুক্রবার জুম্মার নামাজ শেষে নগরীর কোর্টপয়েন্ট, সিটি পয়েন্টে এবং বন্দর বাজার পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ করেন তারা। এসময় অভিযুক্ত পলাতক এসআই আকবরের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। এদিকে, ফাঁড়িতে অতর্কিত হামলা ঠেকাতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশেষায়িত ইউনিট ক্রাইসিস রেসপন্স টিম।