চলতি মৌসুম মাঠে ফেরানোর পরিকল্পনা করছে ইতালিয়ান সেরিয়ে আ লিগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / ১৬০৩ বার পড়া হয়েছে
বুন্দেসলিগার পর করোনার প্রভাব কাটিয়ে এবার চলতি মৌসুম মাঠে ফেরানোর পরিকল্পনা করছে ইতালিয়ান সেরিয়ে আ লিগ। তাই ১৮ মে থেকে দলগত অনুশীলনে করতে পারবে ক্লাবগুলো।
করোনাভাইরাসের কারণে ৪৬ দিন ধরে স্থগিত আছে ইউরোপের শীর্ষ ফুটবল। অবশেষে মাঝপথে বন্ধ হওয়া জার্মান বুন্দেসলিগার চলতি মৌসুম মাঠে ফেরানোর করিকল্পনা করেছে কর্তপক্ষ। এবার সিরি আ লিগ মাঠে ফেরানো নিয়ে চলছে আলোচনা। ইতালির প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, লকডাউন শিথিল হওয়ার পর সিরি’আ লিগের চলতি মৌসুম শেষ করার লক্ষ্যে ১৮ মে থেকে দলীয় অনুশীলন করতে পারবে ক্লাবগুলো। এদিকে, আগস্টে নতুন মৌসুম শুরুর ঘোষনা দিয়েছে কর্তপক্ষ। তাই এবারের আসরকে ২৭ মে থেকে ২ জুনের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে তারা। পয়েন্ট টেবিলে সবার উপরে জুভেন্টাস। ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।





















