চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন নীলফামারীতে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
- / ১৭৮৭ বার পড়া হয়েছে
চলতি আমন মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে নীলফামারীতে। এবার আবহাওয়া অনুকুলে থাকায় এই ফলন হয়েছে বলে যানিয়েছেন নীলফামারী কৃষি বিভাগ। কৃষকরা আশা করছেন ভালো দামের ধান বিক্রি করবেন।
নীলফামারীতে আবাদের শুরুতে বৃষ্টিপাত না হলেও পরে আবহাওয়া অনুকূলে থাকায় আমনের বাম্পার ফলন হয়েছে। বিঘা প্রতি দশ হাজার টাকা খরচ হয়েছে।
এখন চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ভালো দাম পাওয়ার আশা করছেন কৃষকরা।
কিছুদিনের মধ্যে চাষীরা ধান ঘরে তুলতে পারবে বলে জানান কৃষি বিভাগের কর্মকর্তা।
সরকারী ভাবে ধান চাল সংগ্রহের দর বাড়ানোর দাবী কৃষকদের।
এ বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ১ লাখ ১৩ হাজার ১০৫ হেক্টর জমিতে।