চলতি বছরের মধ্যেই তিস্তার পানি বণ্টন চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে: হর্ষ বর্ধন শ্রিংলা

- আপডেট সময় : ০৮:১৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
চলতি বছরের মধ্যেই তিস্তার পানি বণ্টন চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। সকালে ঢাকার হোটেল সোনারগাঁওয়ে ‘বাংলাদেশ এবং ভারত : একটি প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যৎ’- শীর্ষক সেমিনারে অংশ নিয়ে একথা বলেন ভারতীয় পররাষ্ট্র সচিব। সেমিনারে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী– ভারতের সঙ্গে সব সমস্যা সমাধানযোগ্য বলে জানান।
রাজধানীতে ‘বাংলাদেশ এবং ভারত : একটি প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যৎ’- শীর্ষক এই সেমিনার আয়োজন করে ঢাকার ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ- বিস। সেমিনারে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা– এ বছরের মধ্যেই তিস্তার পানি বণ্টন চুক্তির সম্ভাবনার কথাও জানান। (আমরা এই ব্যাপারে আপনাদের আশ্বস্ত করছি। চলতি বছরের মধ্যেই তিস্তার পানিবন্টন চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিস্তার পানিবন্টন চুক্তি নিয়ে দুই দেশেরই আগ্রহ রয়েছে। এটা নিয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ চলছে) এসময় ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন- এনআরসি তাদের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে বাংলাদেশের জনগণের ওপর কোন প্রভাব পড়বে না বলে আবারো আশ্বস্ত করেন ভারতের পররাষ্ট্র সচিব।
সেমিনারে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী জানান, ভারতের সঙ্গে সমাধান অযোগ্য কোনো সংকট নেই।
সিংক: ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা সেমিনারে ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা দাবি করেন সীমান্তে শুধু বাংলাদেশি নয়, ভারতীয়রাও নিহত হচ্ছে।