চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

- আপডেট সময় : ০৪:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর একযোগে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়। গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ।
এ বছর মোট জিপিয়ে-৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ জন।
গতবছরের পরীক্ষায় জিপিয়ে-৫ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ শিক্ষার্থী। সে হিসাবে এ বছর জিপিএ-৫ কম পেয়েছে ৪৩ হাজারের বেশি।
গত ১০ এপ্রিল শুরু হওয়া এই পরীক্ষায় মোট ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়—যা ২০২৪ সালের তুলনায় প্রায় এক লাখ কম।
শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, এসএমএস এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারছে।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৮ দশমিক ০৪ শতাংশ। এ ছাড়া, মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৮ দশমিক ০৯ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এই হার ৭৩ দশমিক ৬৩ শতাংশ।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সারা দেশে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯৮৪টি। দেশের মোট ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি।
এদিকে ফল প্রকাশের পর থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভিড় জমিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। অনেকেই উৎফুল্ল, কেউ কেউ মিশ্র অনুভূতি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছে।
প্রসঙ্গত, এ বছর নানা চ্যালেঞ্জের মধ্যেও সময়মতো পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশে সফল হয়েছে শিক্ষা বোর্ডগুলো। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এর মাধ্যমে শিক্ষাব্যবস্থার ধারাবাহিকতা ও বিশ্বাসযোগ্যতা আরও শক্ত হয়েছে।