চলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র কাপ

- আপডেট সময় : ০৯:৪৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দূরে রাখি– এই প্রতিপাদ্য সামনে রেখে চলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র কাপ-২০২১।
ধারাবাহিকতার অংশ হিসেবে এবার যাত্রা হলো ক্রিকেট ইভেন্টের। উদ্বোধনী ম্যাচে ৫১ নম্বর ওয়ার্ড ৫১ রানে হারিয়েছে ২৬ নম্বর ওয়ার্ডকে। সাবেক জাতীয় ক্রিকেটার ও বর্তমান নির্বাচক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৫১ নম্বর ওয়ার্ড ৭ উইকেটে ২০০ রান করে। জবাবে ১৪৯ রানে গুটিয়ে যায় ২৬ নম্বর ওয়ার্ড। রাজ্জাক ৩ ওভার বল করে ২৩ রানের বিনিময়ে নিয়েছেন দুই উইকেট। দিনের আরেক ম্যাচে ৩৯ নম্বর ওয়ার্ড ৯ উইকেটে হারিয়েছে ৪৩ নম্বর ওয়ার্ডকে। জাতীয় ক্রিকেটার সাদমান ইসলামের ৬০ রানের ইনিংসে ৭ উইকেটে ১২২ রান করে ৪৩ নম্বর ওয়ার্ড। আল আমিন জুনিয়র ৪ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। জবাবে ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ৩৯ নম্বর ওয়ার্ড। মাঠে উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ক্রিকেট বোর্ড পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান ও খালেদ মাসুদ পাইলট।