চতুর্থ দিনের কঠোর বিধিনিষেধে রাজধানীর সড়কে দেখা গেছে ব্যক্তিগত গাড়ির চাপ
 
																
								
							
                                - আপডেট সময় : ০২:২৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
চতুর্থ দিনের কঠোর বিধিনিষেধে রাজধানীর সড়কে দেখা গেছে ব্যক্তিগত গাড়ির চাপ। এছাড়া রিকশা ও সীমিত পরিসরে চলছে মোটরসাইকেল। কারখানা খোলার খবরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকরা। কঠোর বিধিনিষেধে গণপরিবহন বন্ধ থাকায় পিকআপ, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল যোগে গ্রাম থেকে শহরে আসতে শুরু করেছেন কর্মজীবি শ্রমিকরা।
কাজে যোগদানে শ্রমিকদের মোবাইলে নির্দেশনা দিয়েছে কারখানা কর্তৃপক্ষ । এতে ঝুঁকি ও ভোগান্তি নিয়েই ফিরছেন তারা। গত শুক্র-শনিবারের তুলনায় রোববার সড়কে শ্রমিকদের আনাগোনা বেড়ে যায়। গণপরিবহন বন্ধ থাকায় বিভিন্ন যানবাহনে ঢাকা মুখি শ্রমিকদের ভোগান্তির পাশাপাশি বাড়তি ভাড়াও গুণতে হচ্ছে। ভ্যান কিংবা মোটরসাইকেলে আসা শ্রমিকরা পুলিশ চেকপোস্টের সামনে নেমে হেঁটে যাচ্ছেন। চেকপোস্ট হেঁটে অতিক্রম করে ফের গাড়িতে উঠছেন। হাইওয়ে পুলিশ কর্মকর্তারা বলছেন, মহাসড়কে জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধের নির্দেশনা রয়েছে। এরপরও যারা নিয়ম ভঙ্গ করছেন তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে। এদিকে, কঠোর বিধিনিষেধের মধ্যে দুইদিনে ঢাকায় ফিরেছেন ১২ লাখ ৮৭ হাজার ৭৫২ জন । একই সময়ে ঢাকা ছেড়েছেন ৯ লাখ ১৬ হাজার ৬০৪ জন । ঢাকায় প্রবেশ ও বের হওয়া মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে।

 
																			 
																		




















