চট্টগ্রাম সিটি নির্বাচনে আ’লীগ ও বিএনপি মেয়র প্রার্থীদের পাল্টা-পাল্টি অভিযোগ
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:৪৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
 - / ১৫৬৪ বার পড়া হয়েছে
 
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণায় বাধা দেয়ার পাল্টা-পাল্টি অভিযোগ তুলেছেন আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা।
সকালে আতুরার ডিপো এলাকা থেকে তৃতীয় দিনের গণসংযোগ শুরুতে বিএনপি সমর্থীত মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। এসময় ছাত্রলীগ ও যুবলীগের সমর্থকরা কয়েকটি এলাকায় প্রচারণায় বাধাদেয়াসহ হামলা ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেন তিনি। এসব ঘটনায় প্রশাসনের সহায়তা না পাওয়ার অভিযোগ তার। এদিকে প্রেসক্লাব এলাকায় মহাজোটের শরিক জাতীয় পার্টির একাংশ সিটি নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থন দেয়ার অনুষ্ঠানে যোগ দেন মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। বিএনপি প্রার্থীর অভিযোগ অস্বীকার করে কাজির দেউরী এলাকায় আওয়ামী লীগের পোস্টার ছিঁড়ে বিএনপি অফিসে জমা করে রাখার অভিযোগ পাওয়া যায়। এসময় প্রচারণায় বাধা দেয়ার পাল্টা অভিযোগ করেন তিনি।
																			
																		














