চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রধান দুই প্রার্থীর পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ ছড়াচ্ছে

- আপডেট সময় : ০৩:৩২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
প্রতিদ্বন্দ্বী প্রধান দুই প্রার্থীর পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ ছড়াচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। প্রচারণার মাঝপথে এসে, ভোটে কারচুপি হলে চট্টগ্রাম থেকে সরকার পতন আন্দোলন শুরুর হুমকি দিয়েছেন বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাৎ হোসেন। আর নির্বাচনকে ইস্যু বানিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরীর চেষ্টা করলে, তা কঠোর হাতে দমনের পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী। প্রার্থীদের উত্তেজনাকর বক্তব্যে ভোটারদের মাঝে আতংক ছড়াতে পারে, বলছেন বিশ্লেষকরা।
প্রতীক বরাদ্দের পর অনেকটা সৌহার্দ্যপুর্ণ পরিবেশে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র প্রর্থী। কিন্তু দিন যত যাচ্ছে, একে অন্যের বিরুদ্ধে অভিযোগের মাত্রা ততো বাড়ছে। সবশেষ নির্বাচনে কারচুপি হলে প্রতিরোধের পাশাপাশি, চট্টগ্রাম থেকে সরকার পতন আন্দোলন শুরুর হুমকি দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাৎ হোসেন।
বিএনপির এই হুমকি উড়িয়ে দিয়ে কঠোর হাতে মোকাবিলার প্রস্তুতির কথা জানান আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।
প্রধান প্রার্থীদের পাল্টাপাল্টি বক্তব্য-উত্তাপ ছড়াচ্ছে ভোটের মাঠে।এভাবে চলতে থাকলে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা।