চট্টগ্রাম সিটি নির্বাচনে যানবাহন চলাচলে ইসি’র সিদ্ধান্তে পাল্টাপাল্টি বক্তব্য প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর

- আপডেট সময় : ০৬:২০:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে যানবাহন চলাচলে ইসি’র সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগের মেয়র প্রর্থী এম রেজাউল করিম চৌধুরী। আর বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাৎ হোসেনের অভিযোগ বহিরাগত সন্ত্রাসীদের অবাধ যাতায়াতের সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৬ষ্ঠ দিনের প্রচারণায় অংশ নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করতে পাল্টাপাল্টি এ সব বক্তব্য দেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী।ত
সকাল ১১ টায় নগরীর রাহাত্তারপুল এলাকা থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় চসিক নির্বাচনে সরকারী অফিস খোলা রাখা ও যানবাহন চলাচলের সিদ্ধান্তের সমালোচনা করে ফের দু’দিন নির্বাচন পেছানোর দাবি জানান তিনি। এদিকে দুপুরে আগ্রাবাদ এলাকা থেকে গণসংযোগ শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনারের সিদ্ধান্তকে স্বাগত জানান আওয়ামী লীগের মেয়র প্রর্থী এম রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, কমিশনের এই যুগোপযোগী সিদ্ধান্তে ভোটাররা কেন্দ্রে আসতে উদ্বুদ্ধ হবেন। এছাড়া নির্বাচিত হতে পারলে হোল্ডিং ট্যাক্স সহনীয় করার উদ্যোগ নেবেন বলেও ভোটারদের আশ্বস্ত করেন তিনি।