চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের কেন্দ্রমুখী করতে নানা উদ্যোগ

- আপডেট সময় : ১০:৪৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের কেন্দ্রমুখী করতে নানা উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এসব উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আর বিশ্লেষকরা বলছেন, সাধারণ মানুষের মধ্যে রাজনীতি নিয়ে যে অনিহা সৃষ্টি হয়েছে, তা দুর করতে না পারলে কোন উদ্যোগই কাজে আসবে না। আর এই অবস্থার পরিবর্তন করতে হলে, রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলগুলোকেই।
চলতি বছরের শুরুতে চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন আর ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে সম্পুর্ণ ইভিএম পদ্ধতিতে। তিনটি নির্বাচনেই ভোটার উপস্থিতি ছিলো ২০ শতাংশের কাছাকাছি। এত কম ভোটারের উপস্থিতি নিয়ে বিব্রত নির্বাচন কমিশনও। এবার চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে অফিস আদালত আধাবেলা খোলা রাখা, স্বল্প পরিসরে গণ-পরিবহন চলাচলের অনুমতির পাশাপাশি ইভিএমের ব্যাপক প্রচার ও ভোটগ্রহণ কর্মকর্তাদের আরো দক্ষ করে গড়ে তোলাসহ নানা পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন।- ইসি জিভি ও সেটাপ
নাগরিক প্রতিনিধিরা বলছেন, শুধু নির্বাচন কমিশনই নয়, কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পাশাপাশি উদ্যোগী হতে হবে সচেতন নাগরিকদেরও। আর বিশ্লেষকরা বলছেন, নির্বচন কমিশন খাতা কলমে স্বাধীন হলেও, বাস্তবে তা কখনোই ছিলো না। আর তাই ভোটার উপস্থিতি বাড়াতে উদ্যোগী হতে হবে রাজনৈতিক দলগুলোকেই। সব পক্ষ আন্তরিক না হলে, কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানো কঠিন বলে মনে করেন বিশ্লেষকরা।