চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক নিযুক্ত হলেন খোরশেদ আলম সুজন

- আপডেট সময় : ০৫:২৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
- / ১৬০৪ বার পড়া হয়েছে
নিজের যোগ্যতা ও দক্ষতা দিয়ে আগামী তিন মাস বন্দরনগরীকে পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন।
দুপুরে ঢাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চসিক প্রশাসনের নাম ঘোষনা করার পর চট্টগ্রামের বাসভবনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। একইসাথে মেয়াদকালীন সময়ে প্রধানমন্ত্রী ও দলের ভাবমুর্থি রক্ষায় সচেষ্ট থাকার ঘোষণাও দেন নগর আওয়ামীলীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গেল ২৯ মার্চ করোনার কারণে স্থগীত হয়ে যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন। আগামীকাল বর্তমান পরিষদের মেয়াদ শেষ হবে। তাই নিয়মানুযায়ী প্রশাসক নিয়োগের বিষয়টি সামনে আসে। গেল দুই সপ্তাহ ধরে বিষয়টি ছিলো আলোচনার কেন্দ্রবিন্দুতে। একজন সরকারি আমলাসহ কয়েকজন রাজনীতিকের নাম সামনে আসে। অবশেষে দুপুরে খোরশেদ আলম সুজনকে নিয়োগের মাধ্যমে সব জল্পনা কল্পনার অবসান করলো স্থানীয় সরকার মন্ত্রণালয়।