চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির কর্মীদের পুলিশ ও যুবলীগের নেতাকর্মীরা হয়রানী করছে: আবদুল্লাহ আল নোমান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির কর্মীদের পুলিশ ও যুবলীগের নেতাকর্মীরা হয়রানী করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়রমযান আবদুল্লাহ আল নোমান।
দুপুরে রিটানিং কর্মকর্তা মোঃ হাসানুজ্জামানের কাছে লিখিত অভিযোগে নোমান জানান,রোববার রাতে বায়েজিদ থানার নাসিরাবাদ এলাকায় ধানের শীষ প্রতীকের পোষ্টার লাগানোর সময় তাদের দুই কর্মীকে মারধর করে স্হানীয় যুবলীগ কর্মীরা।এসময় ছিড়ে ফেলা পোষ্টার কমিশনের কাছে নিয়ে আসা হয়। নাসিরাবাদ এলাকায় প্রচার না করতে বিএনপি কর্মীদের হুমকি দেয়া হয়। এছাড়া বাকলিয়া এলাকায় ধানের শীষের প্রার্থীর পোষ্টার লাগানের সময় পুলিশের তাড়া খেয়ে পালিয়ে যায় ছাত্রদলের কর্মীরা। এছাড়া পুর্ববাকলিয়ায় সাদা পোষাকে এক কর্মীর ব্যবসা প্রতিষ্টানে গোয়েন্দা পুলিশের হয়রানীর চিত্র তুলে ধরেন এ বিএনপি নেতা।
















