চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় পরিষদ ও বাস্তুহারা বস্তিবাসী শ্রমজীবি সমন্বয় পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৩৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৫২ বার পড়া হয়েছে
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় পরিষদ ও বাস্তুহারা বস্তিবাসী শ্রমজীবি সমন্বয় পরিষদ।
নগরীর দোস্তবিল্ডিং চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছিন্নমূল সমন্বয় পরিষদের সভাপতি আবু আহমদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামে ভোলা জেলা সমিতি ও চট্টগ্রাম বন্দরে কর্মরত মার্চেন্ট শ্রমিক ইউনিটের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় আব্দুল মাবুদ সওদাগর হাটে আলোচনা সভায় বক্তব্য রাখেন ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জিয়াউল হক সুমন, ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ রেল শ্রমিক লীগ। নগরীর পাহাড়তলী বাটালী রোডে রেল শ্রমিক লীগের কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন রেল শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ রেল শ্রমিক লীগের অন্যান্য নেতারা।
চট্টগ্রাম কোতয়ালী থানা আওয়ামীলীগের উদ্যাগে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কোতয়ালী থানা আওয়ামী লীগের সহ সভাপতি রোকন উদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীসহ আরো অনেকেই।










