চট্টগ্রাম মহানগরের সদরঘাটের ফকিরপাড়া এলাকায় একটি চারতলা ভবন হেলে পড়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম মহানগরের সদরঘাটের ফকিরপাড়া এলাকায় একটি চারতলা ভবন হেলে পড়েছে। এ ছাড়াও একটি মন্দিরসহ পাশের বসতঘরে ফাঁটল দেখা দিয়েছে। চারতলা ভবনটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাতে চারতলা ভবনটি হেলে পড়ার পর স্থানীয় জনপ্রতিনিধি, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ক্ষতিগ্রস্ত লোকজনদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, খালের প্রশস্ত ও গাইড ওয়াল নির্মাণের জন্য ৪০ ফুট গভীর পর্যন্ত পাইলিংয়ের কাজ চলমান থাকায় ঝুঁকিপূর্ণ ভবনগুলো হেলে পড়ছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার বলেন, ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখান থেকে লোকজন সরে যাচ্ছে। হেলে পড়ার কারণে আশেপাশে বেশকিছু ঘরও ঝুঁকিতে পড়েছে। তাদেরও সরিয়ে নেওয়ার জন্য কাজ চলছে।