চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৯:২৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস ঘিরে জোড়া উৎসবের আমেজ চট্টগ্রামেও।
চট্টগ্রামের ডিসি হিল ও সিআরবিতে প্রতিবছর নানা উৎসবের আয়োজন করা হলেও এবার করোনা বিধি নিষেধের কারণে খোলা জায়গায় বসন্ত উৎসব আয়োজনের অনুমতি পায়নি সাংস্কৃতিক সংগঠনগুলো। বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম, প্রতিবারের মতো এবারও নগরীর পাহাড়তলী শেখ রাসেল পার্কে উৎসবের আয়োজন করে। তবে দিনব্যাপী আয়োজনের পরিধি কমে ঠেকে এক বেলায়। বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উচ্ছল তরুণ-তরুণীর ছুটোছুটি। তরুণীদের খোঁপায় ছিলো গাঁদা ফুলের মালা। পরনে বাসন্তী শাড়ি। আর তরুণদের গায়ে রঙিন পাঞ্জাবি। প্রিয়জনদের নিয়ে সারাদিন গান-নাচ, আড্ডা আর হই-হুল্লোড়ে দিনটি উদযাপন করে তারা।
চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে চলাচলরত আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে প্রতিস্থাপিত নতুন চায়না কোচের উদ্বোধন করা হয়েছে।
সকালে চট্টগ্রাম রেলস্টেশনে এর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করীম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, রেলওয়ের পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপকসহ রেলের উর্ধতন কর্মকর্তারা। রেল কর্তৃপক্ষ জানায়, এতদিন পুরাতন কোচ নিয়ে চলাচল করলেও এ রুটে নতুন কোচের পাশাপাশি প্রথমবারের মতো শীতাতপ নিয়ন্ত্রিত কোচ যোগ করা হয়েছে। নতুন সংযোজিত ১৪টি কোচের মধ্যে পাঁচটি এসি কোচ রাখা হয়েছে। ট্রেনটি প্রতিদিন সকাল ৯টায় চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশ্য ছেড়ে যাবে এবং ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসবে রাত সাড়ে আটটায়। ট্রেনের মোট আসন সংখ্যা সাড়ে ৬শ’।
পুলিশী বাধায় পন্ড হয়ে গেছে চট্টগ্রাম ইপিজেডে পদ্মা অয়্যারস লিমিটেডের ভুক্তভোগী শ্রমিকদের অনশন কর্মসূচি।
বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে সকালে প্রতিষ্ঠানের মূল ফটকে অনশন কর্মসূচি ঘোষণা করে শ্রমিকরা। এতে অংশ নিতে সকাল থেকে জড়ো হন তারা। তবে পুলিশি বাধায় কর্মসূচি পালন করতে পারেননি। এতে বিক্ষুব্ধ হয়ে উঠে ভুক্তভোগী শ্রমিকরা। পরে বিক্ষোভ মিছিল করতে চাইলেও বাধা দেয় পুলিশ। শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন শ্রমিকদের বেতনভাতা পরিশোধ না করে প্রতিষ্ঠান বন্ধ করে দেয় মালিকপক্ষ। পরবর্তীতে শ্রমিকদের অগোচরে প্রতিষ্ঠানের কার্যক্রম অন্যত্র সরিয়ে নেয়। তাদের পাওনা পরিশোধে মালিক পক্ষের কোন সাড়া না পেয়ে অনশন কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে বলে জানান তারা। অবিলম্বে তাদের দেনা পাওনা পরিশোধ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।
বাংলাদেশে রোহিঙ্গা শরনার্থীদের জন্য ৫শ’ ঘর নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা প্রদানকারী সংস্থা- কিং সালমান সেন্টার। চট্টগ্রামের আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশ- এই ঘরগুলো নির্মাণ করবে।
দুপুরে নগরীর চাঁন্দগাও এলাকায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চট্টগ্রাম ১৫ আসনের এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী। তিনি বলেন, কিং সালমান সেন্টার বিশ্বের উন্নয়নশীল দেশ এবং অভাবী মানুষের পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় রোহিঙ্গা শরনার্থীদের জন্য বাংলাদেশে ৫শ’ ঘর নির্মাণ করতে যাচ্ছে সংস্থাটি। ঘরগুলোর নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের খুলশী টাউনে অনুষ্ঠিত হয়ে গেলো অলংকার পিপাসুদের জন্য প্রথম ডায়মন্ড এন্ড জুয়েলার্সের প্রদর্শনী।
মাসব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে অফনান ডায়মন্ড এন্ড জুয়েলার্স। এর উদ্বোধন করেন একুশে পদক প্রাপ্ত সাংবাদিক দৈনিক আজাদীর সম্পাদক এম. এ মালেক। অফনান ডায়মন্ড এন্ড জুয়েলার্সের সত্ত্বাধিকারী ফখরুল আহমেদ ফায়সালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চলচ্চিত্রের অভিনেতা নায়ক ইমন খান, অভিনেত্রী তানিয়া তানহা, অভিনেত্রী ও মডেল মৌ খান। এই সময় অতিথিরা বলেন, আজকের বিলাসিতা আগামী দিনের সঞ্চয়। ডায়মন্ড কিংবা স্বর্ণের গয়না বিলাসীতা মনে হলেও ভবিষ্যতে তা সঞ্চয় হিসাবে কাজ করবে।










