চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৮:৪৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় গত বছরের তুলনায় এবারে বেড়েছে পাশের হার। একই সাথে বেড়েছে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এগিয়ে রয়েছে ছাত্রীরা।
দুপুরে শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রামে ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ। গতবছর পাসের হার ছিলো ৭৮ দশমিক ৪৩ শতাংশ। মোট ১ লাখ ১ হাজার ২৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬৭টি কলেজের ১১২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ৯৯ হাজার ৬২৮ জন। পাস করেছে ৮৯ হাজার ৬২ জন। ছাত্রদের পাসের হার ৮৬ দশমিক ৮৯ শতাংশ, আর ছাত্রীদের পাসের হার ৯১ দশমিক ৮৫ শতাংশ। ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৫০ জন। অপরদিকে, ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৭০ জন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ, কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক ও বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ১ নম্বর রাজানগর ইউনিয়নে প্রবাসী মোহাম্মদ ইউসুফের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
দুপুরে রাজানাগর ইউনিয়নে মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নিহত ইউসুফ রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার এম. আবু তৈয়বের বড় ভাই। নির্বাচন পরবর্তী সহিংসতায় ইউসুফের উপর হামলা করে আবু তৈয়বের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজগর আলী ও তার সহযোগীরা। অবিলম্বে ইউসুফের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- ইউপি চেয়ারম্যান শামসুল আলম তালুকদার, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির সরকারি উদ্যোগ পর্যাপ্ত না হওয়ায় সুবিধা বঞ্চিত হচ্ছে খেটে খাওয়া মানুষ।
ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ- টিসিবির পণ্যের গাড়ির সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও পণ্য না পাওয়ার অভিযোগ করনে ক্রেতারা। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় নিম্ন-মধ্যবিত্তদের পাশাপাশি মধ্যবিত্তরাও পণ্যের জন্য লাইনে দাঁড়াচ্ছেন। টিসিবির গাড়ি আসার খবর পেলে পণ্য কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। কিন্তু পর্যাপ্ত পণ্য সরবরাহ না থাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়েও খালি হাতে বাড়ি ফিরছেন অনেকে। এক্ষেত্রে সিন্ডিকেট তৈরি করে পণ্য বিক্রি করা হচ্ছে অভিযোগ করে টিসিবির ডিলাদের বিরুদ্ধে অভিযোগের তীর ছুঁড়ছেন ক্রেতারা। তাদের দাবি, এক জায়গায় সপ্তাহের শুক্র ও শনিবার নির্দিষ্ট সময়ে পণ্য বিক্রি করা হলে উপকৃত হবে প্রান্তিক জনগোষ্ঠি। এদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন টিসিবির পণ্য বিক্রির সাথে জড়িতরা। তারা বলেন, নগরীর সব মানুষের কাছে পণ্য পৌছাতে সপ্তাহজুড়ে বিভিন্ন এলাকায় পণ্য বিক্রি করা হয়।
চট্টগ্রামে ১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থীদের করোনার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে।
সকালে নগরীর ৬টি কেন্দ্রে একযোগে শুরু হয় টিকাদান কার্যক্রম। চলে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। সকাল থেকে অভিভাবকরা সন্তানদের নিয়ে উপস্থিত হন টিকাকেন্দ্রে। কোন ধরনের ভোগান্তি ছাড়াই টিকা দিতে পেরে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২১ হাজার ৬শ’ ৯৪ শিক্ষার্থীকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান, টিকাদান কার্যক্রমের সথে জড়িত কর্মকর্তারা। চলতি বছরের জানুয়ারী মাসের বিভিন্ন তারিখে এসব শিক্ষার্থীকে দেয়া হয় প্রথম ডোজ। সিভিল সার্জন অফিসের তথ্যমতে, ৬টি কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকাদান করছে দেড় শতাধিক স্বাস্থ্যকর্মী।
বর্তমান সরকারের সময়ে অবকাঠামো খাতে দেশের যে উন্নয়ন হয়েছে, তা আর কোন সরকারের আমলে হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
দুপুরে নগরীর পাহাড়তলী এলাকায় সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিনের একবছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এ কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক দিদারুল আলম দিদার, নগর যুবলীগের আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, মহিলা কাউন্সিলর জাহেদা বেগম পপি, সাবেক কাউন্সিলর এইচ,এম,সোহেলসহ আরো অনেকে।
পাঠান নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি পদে মোহসেনা আক্তার ও সাধারণ সম্পাদক পদে শারমিন আকতারকে নির্বাচিত করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে ফেনীর ছাগলনাইয়ায় পাঠাননগর মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনীর সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লায়লা জেসমিন বড়মনি, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল সহ অনেকে।
কক্সবাজারের “পরিবেশ বিপর্যয় রোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা হয়েছে।
সকালে পর্যটন মোটেলের বলরুমে সবুজ আন্দোলন কক্সবাজার জেলা শাখা এ সভার আয়োজন করে। সংগঠনটির জেলা সভাপতি অধ্যাপক নুরুল আমিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাপ্পী সরদার। এসময় প্রত্যাশার বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, সবুজ আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও এসএটিভি’র চট্টগ্রাম ব্যুরো প্রধান কাজী হুমায়ুন কবির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহতাব হোসাইন মাজেদসহ সংগঠনটির কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় দেশের প্রকৃতি এবং সবুজ সুরক্ষায় সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করা হয়। পরে সবুজ আন্দোলন কক্সবাজার জেলা কমিটি ঘোষণা করা হয়।
চট্টগ্রামে উদ্বোধন করা হয়েছে হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয়।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এসময় তিনি বলেন, মোটরযান চালক-শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। তবে এ সেক্টরে জড়িতরা বিভিন্ন সংগঠনে বিভক্ত হওয়ায় এর সুফল পাচ্ছে না শ্রমিকরা। ইউনিয়ন সভাপতি মোহাম্মদ সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, শ্রমিক নেতা মোহাম্মদ জসিম উদ্দিনসহ শ্রমিক নেতারা।










