চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৯:১৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় সন্ত্রাসীদের হামলায় আহত রফিক উদ্দিন নামের এক ব্যক্তির মুত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গেল ২৬ মার্চ চট্টগ্রামের চন্দনাইশে এই হামলার ঘটনা ঘটে। চিকিৎসাধিন অবস্থায় সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত রফিকের স্ত্রী রওশন বেগম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ির সামনে সন্ত্রাসীদের হামলার শিকার হন তার স্বামী। বিকেলে বিচার চাইতে চন্দনাইশ থানায় গেলে উল্টো পুলিশ তাকে গ্রেফতার করে। সন্ধ্যায় ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিমের নেতৃত্বে থানার ভেতরেই সন্ত্রাসীরা আরেক দফা হামলা চালায় রফিকের ওপর। গুরুতর আহত অবস্থায় পরদিন তাকে কারাগারে পাঠায় চন্দনাইশ থানা পুলিশ। কারাগার থেকে তাকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রমজানের দ্বিতীয় দিনেও চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়েছে।
এসময় বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে কয়েকজন বিক্রেতাকে জরিমানা করা হয়। সকাল থেকে দিনভর নগরীর চকবাজার, রিয়াজউদ্দিন বাজার, বাকুলিয়াসহ বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। এসময় দোকানে মূল্য তালিকা না থাকার কারণে জরিমানা করার পাশাপাশি দোকানদারদের সতর্ক করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি জানান, রমজানকে কেন্দ্র করে ভোক্তাদের যাতে কেউ জিম্মি করতে না পারে সে ব্যাপারে রমজান মাস জুড়েই তৎপর থাকবেন তারা।
ফেনীতে ভ্যাট আদায়ের নামে ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ তুলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে।
দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেনী চেম্বার অব কমার্স সভাপতি আইনুল কবির শামিম অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেম্বার সভাপতি আইনুল কবির শামিম বলেন, ভ্যাট আদায়ের নামে বিভিন্ন প্রতিষ্ঠানে হয়রানি ও জুলুম চালাচ্ছেন খোদ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ ফেনীর উপ-কমিশনার আবু হানিফ মো. আবদুল আহাদ। এ নিয়ে ফেনী চেম্বার ও শহর ব্যবসায়ী সমিতিসহ ব্যবসায়ী সংগঠনের নেতাদের মাঝে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তিনি বলেন, ভ্যাট কর্মকর্তার হয়রানির বিষয়টি সমাধান না হলে শিগগিরই তাকে প্রত্যাহারে প্রয়োজনীয় কর্মসূচি দেয়া হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারীসহ ব্যবসায়ী নেতারা।










