চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৯:১৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামের উদ্যাগে দ্বিতীয়বারের মতো নগরীর ৫টি জনবহুল স্থানে বসানো হয়েছে ভ্যাট স্ট্যান্ড।
ভ্যাট স্ট্যান্ডের পাশাপাশি বসানো হয়েছে ১০টি ভ্যাট বুথ। স্ট্যান্ড ও বুথের মাধ্যমে করদাতাদের ভ্যাট সংশ্লিষ্ট সকল ধরণের সেবা দেয়া হবে বলে জানিয়েছেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম এর সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসময় তারা বলেন, “ভ্যাট বুথ” এর পাশাপাশি ইএফডি’কে জনপ্রিয় করা, অনলাইনে ভ্যাট নিবন্ধন প্রদান, ভ্যাট রিটার্ণ দাখিলসহ ভ্যাট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে “ভ্যাট স্ট্যান্ড” একটি উদ্ভাবনী উদ্যোগ। পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন মার্কেট ও শপিং মল ছাড়াও বিভিন্ন জেলা-উপজেলায়ও ভ্যাট বুথ স্থাপন করা হবে বলে জানানো হয়।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় খাগড়াছড়ির মানিকছড়িতে বিশেষ আইনশৃঙ্খলা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। অংশ নেন ইমাম, পুরোহিত, ভান্তেসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রধান ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
সভায় খাগড়াছড়িতে ভান্তের নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবী জানায় বক্তারা। সেই সাথে উপজেলায় শান্তি শৃংখলা বজায় রাখার ক্ষেত্রে সকলকে সজাগ থাকার আহবান জানানো হয়। উপজেলা পরিষদের টাউন হলে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক, স্থানীয় জনপ্রতিনিধিসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
পদোন্নতি, চাকরি শেষে পেনশন দেয়াসহ মাস্টার রোলে নিয়মিত করার দাবিতে আন্দোলন করেছে চট্টগ্রাম ওয়াসা শ্রমিক ইউনিয়ন।
সকালে চট্টগ্রামের ওয়াসা ভবনের সামনে বিক্ষোভ করেন তারা। এসময় তারা বলেন, ঢাকা, খুলনা এবং রাজশাহী ওয়াসার কর্মচারীরা নানা সুযোগ সুবিধা পেলেও চট্টগ্রামের কর্মচারীরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। অবিলম্বে তাদের সকল ন্যায্য দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা। পরে ওয়াসার এমডির সাথে দেখা করে তাদের দাবির কথা জানান শ্রমিক ইউনিয়নের নেতারা। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়নের সভাপতি এনায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ আরো অনেকেই।
চট্টগ্রাম নগরীর বাগমনিরামে অনুষ্ঠিত হয়েছে খেজুরের গুড় প্রদর্শনী। প্রদর্শনীর আয়োজন করে আলওয়ান মধু জাদুঘর ও গবেষণা কেন্দ্র।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মোহাম্মদ আমজাদ হোসেন। এসময় তিনি বলেন, প্রতিবছর ৫ লাখ খেজুর ও তাল গাছের চারা বিতরণের জন্য বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট প্রস্তুত। প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে ভবিষ্যতে এই সংখ্যা আরো বৃদ্ধি করা হবে। এসময় উপস্থিত ছিলেন, মধু গবেষক আরিফুল ইসলাম, মঈনুল হোসেনসহ অন্যান্যরা। পরে প্রদর্শনীতে আসা মানুষের মাঝে খেজুর গাছ বিতরণ করা হয়।
মীরসরাইয়ে প্রতিবন্ধী ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছে প্রবাসী ব্যবসায়ী ফখরুল ইসলাম খান’র প্রতিষ্ঠিত খান কল্যাণ ট্রাস্ট।
মানবিক সাহায্য ও সহযোগিতার অংশ হিসেবে উপজেলার বারইয়ার হাট এলাকার খান সিটি সেন্টারে এসব কম্বল বিতরণ করা হয়। ৬৫ প্রতিবন্ধী এবং ১ হাজার ৬শ’ মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহির উদ্দিন ইরান, খান কল্যাণ ট্রাস্ট্রের কর্মকর্তা জিয়া উদ্দিন বাবলু, দ্বীন মোহাম্মদসহ ট্রাস্টের অন্যান্য কর্মকর্তারা। ট্রাস্টের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ২৫ হাজার কম্বল বিতরণ করা হবে বলেও জানানো হয়।










