চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৮:১৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ৭টি কেন্দ্রে ১৩ হাজার ৮শ’ ৯১ জন শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে।
নির্ধারিত সময় সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে দুই ঘন্টা আগে থেকেই শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করার অনুমতি দেয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কেন্দ্রের বাইরে তার বালাই ছিলো না। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আক্তার জানান, পরীক্ষা কেন্দ্রগুলোতে স্বাস্থ্য অধিদফতরের ৭ জন কর্মকর্তা এবং একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। লিখিত পরীক্ষায় ১শ’ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূণ্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।
চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অধীনে খালের রিটেইনিং ওয়াল, ব্রীজ ও খাল সংলগ্ন সড়কের উদ্বোধন করা হয়েছে।
বিকেলে নগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ডোমখালী খালের রিটেইনিং ওয়াল, শহীদপাড়া ব্রীজ, খাল সংলগ্ন সড়ক এবং আরাকান রোডের ফুটপাতের উদ্বোধন করেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান- সিডিএ’র চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রকল্পের কাজ দ্রুত শেষ করে আগামী বর্ষায় জলাবদ্ধতা নিরসনে দৃশ্যমান অগ্রগতি দেখার প্রত্যাশা জানান সিটি মেয়র। বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার পাওয়া প্রকল্পটি ৪ বছরে নগরবাসীকে আশার আলো দেখিয়েছে। সংশ্লিষ্টদের অদক্ষতা আর অদুরদর্শিতার কারণে সেই আশা যাতে হতাশায় পরিণত না হয়, সেদিকে সবাইকে দৃষ্টি দিতে আহবান জানান সিটি মেয়র।
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকায় আশ্রয়ন প্রকল্প-১ ও ২ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
সকালে পরিদর্শনে গিয়ে উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন তিনি। বলেন, সরকার সারাদেশে যাদের জমি ও ঘর নেই, তাদেরকে বিনামুল্যে জমিসহ ঘর দিচ্ছে। দেশের সব মানুষকে সরকার আশ্রয়ের ব্যবস্থা ও মাথা গোঁজার ঠাঁই করে দিচ্ছে। আশ্রায়ন প্রকল্পে রাস্তা, স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করা হবে বলেও জানান তিনি। এসময় বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফ উদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানসহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ আশ্রয়ন প্রকল্পে ২শ’ ৩০ জনকে ঘর বুঝিয়ে দেয়া হয়েছে এবং নতুন আরো ৯৫টি ঘর তৈরি করা হচ্ছে। পরে মুখ্য সচিব আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত প্রত্যেক পরিবারকে ১৬ কেজি করে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
চট্টগ্রামে সরকারী কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন না হলে ঢাকায় মহাসমাবেশসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে সরকারী কর্মচারী ঐক্য পরিষদ।
সকালে চট্টগ্রামের সিআরবি সিরিষতলায় বিভাগীয় সমাবেশ থেকে এই হুশিয়ারি জানান সংগঠনটির নেতাকর্মীরা। সমাবেশ থেকে অবিলম্বে নতুন পে-কমিশন গঠন, ৯ম পে-স্কেল বাস্তবায়ন, জাতীয় বেতন স্কেলের ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ৫০ শতাংশ মহার্ঘ ভাতাসহ ৭ দফা দাবি বাস্তবায়নের তাগিদ দেয়া হয়। এছাড়া সরকারী চাকরিতে প্রবেশের সীমা ৩৫ বছরে উন্নীত করার দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। দাবি আদায় না হলে আগামী ২৭ মে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ কর্মসুচী ঘোষণা করা হয়। সেখান থেকে প্রয়োজনে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুশিয়ারিও দেন সংগঠনটির নেতাকর্মীরা।










