চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৯:০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১৬১৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
দুপুর থেকে দুদক চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক মোহাম্মদ নাজমুছ সাদাতের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। দুদক জানায়, দুদকের হটলাইন নম্বরে ভুক্তভোগী রোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। ২৬ নম্বর ওয়ার্ডে ওষুধ থাকার পরও রোগীদের সরবরাহ না করে বাইরে বিক্রি করার সত্যতা পাওয়া গেছে। স্টোরে মূল কাগজের সঙ্গে সংরক্ষণ করা কার্বন কপির কোনো মিল নেই। ওষুধ থাকার পরও ওই ওষুধগুলো বিক্রির উদ্দেশ্যে কর্মচারীরা জমা করে রেখেছে বলে জানায় দুদক। গত ৭ ফেব্রুয়ারি ঔষধ চুরির অপরাধে এই হাসপাতালের দুই কর্মচারীকে আটক করে পুলিশ।
বিশ্ব কিডনী দিবস উপলক্ষে চট্টগ্রামে কিডনি রোগী কল্যাণ সংস্থার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে সংস্থার সভাপতি ড. খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. রফিকুল হাসানসহ অন্যান্য অতিথিরা। এসময় বক্তারা বলেন, কিডনী ও কিডনী রোগ নিয়ে সচেতনতার অভাবে নিরব ঘাতক কিডনী রোগের ব্যাপকতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রাথমিক অবস্থায় কিডনী রোগ নির্ণয় করা গেলে নিরাময় সম্ভব বলে জানান তারা। পরে দরিদ্র কিডনি রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়।










