চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৮:৩৫:০৯ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের কোতোয়ালী রেলস্টেশন থেকে জাহাঙ্গীর আলম নামে এক টিকেট কালোবাজারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গতরাতে চট্টগ্রাম রেল স্টেশন থেকে তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রেনের টিকেট অতিরিক্ত দামে কালোবাজারে বিক্রয় করে আসছে। এসময় তার কাছে ২০টি ট্রেনের টিকেট পাওয়া যায়। চক্রের বাকি সদস্যদের আটকে অভিযান অব্যাহত থাকবে, দুপরে সংবাদ সম্মেলনে
এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশ উত্তরের সহকারী কমিশনার কামরুল হাসান।
চট্টগ্রামে অতিথি কর্মজীবী সমবায় সমিতির দুই থানার ক্যাসিয়ার হিসেবে পরিচিত সমিতির অর্থ আত্মসাতকারী অলি উদ্দিনের বেআইনি কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কালাম।
দুপুরে নগরীর সিআরবি হাসপাতাল কলোনির নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে অসুস্থতাজনিত কারণে কথা বলতে না পারায় তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সহ-সভাপতি মোঃ উল্লাহ। বলা হয়, যেখানে সমিতির অডিট অফিসার আয়-ব্যয় হিসাব করে ১ লক্ষ ৪০ হাজার টাকা হিসাব দেন, সেখান থেকে ২০ থেকে ২২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ সত্যিই হাস্যকর। নিজের আয় বহির্ভূত অর্থ এবং অপরাধ ঢাকতে সভাপতি অলি উদ্দিন এই মিথ্যা অভিযোগ বলে অভিযোগ করেন তিনি। সুষ্ঠু তদন্ত এবং সত্য ঘটনা উদ্ঘাটন করে প্রশাসনকে ন্যায় বিচারের দাবি জানান।
চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে জান্নাতুন নিছা ও মীম নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
সকাল ১০টার দিকে ফটিকছড়ি উপজেলার লেলাং ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। জান্নাতুন নেছার বয়স ২ এবং মীমের বয়স ৩ বছর। তারা সম্পর্কে চাচাতো বোন। জানা গেছে, পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির উঠানে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পরে ডুবে যায় দুইজন। খবর পেয়ে স্বজনরা পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক ডা. ফাতেমাতুজ জোহরা জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় দুই শিশুর।
চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে ৪টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ এবং ১০ হাজার টাকা জরিমানা করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
মঙ্গলবার বিকেলে হাটাহাজারীর উত্তর মাদার্শা ইউনিয়নের আমতুয়া ও তার আশপাশে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম। এসময় তিনি বলেন, হালদা শুধু একটি নদী নয়। এটি দেশের একমাত্র মিঠাপানির প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। একটি চক্র হালদা নদীর মা মাছ শিকারে ব্যস্ত থাকে। হালদার মাছ ও জীববৈচিত্র রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সরকার নিবন্ধিত সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন জলসা ক্লাবের অবৈধ উচ্ছেদ কার্যক্রম বন্ধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে।
মানববন্ধনে অভিযোগ করা হয়, উচ্চ আদালতের আদেশ অমান্য করে জলসা ক্লাবে অবৈধ উচ্ছেদ কার্যক্রম করার অপচেষ্টা চালানো হচ্ছে। এতে সদস্যদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটনার আগেই উচ্ছেদ কার্যক্রম বন্ধের দাবি জানান তারা। মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিদ্দিক আহম্মেদ। বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন হাজারী, কাউন্সিলর আবুল হাসনাত মোঃ বেলালসহ ক্লাবের সদস্যরা।
চট্টগ্রামের মীরসরাই থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭ হাজার ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
থানা অফিসার মোহাম্মদ কবির হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে গোপন তথ্যের ভিত্তিতে মিরসরাইয়ের নিজামপুর কলেজ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী একটি দূরপাল্লার বাসে তল্লাশি করে পুলিশ। এসময় দুই মাদক ব্যবসায়ীকে ৭ হাজার ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
ভ্যাট নিয়ে জনসচেতনতা তৈরির অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর আউটার স্টেডিয়ামের মুক্তমঞ্চে ভ্যাট বুথ স্থাপন করা হয়েছে।
দুপুরে এর কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন। এই বুথ থেকে অনলাইনে রিটার্ন দাখিল করা যাবে। ভ্যাট প্রদান প্রক্রিয়া সহজ করতে নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও বুথ বসানো হবে বলে জানান তিনি। এসময় ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা আবুল খায়েরসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।










