চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৮:২৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
সাংবাদিকদের বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সিইউজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
এসময় তিনি বলেন, সাংবাদিকদের জীবন মান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এ ট্রাস্টের মাধ্যমে সারাদেশে সাংবাদিকদের সহযোগিতা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সিইউজে সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সাধারণ সম্পাদক শামসুল আলমসহ অন্যান্য সাংবাদিক নেতারা
চট্টগ্রাম বাসী এখন থেকে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে গৃহকর ও ট্রেড লাইসেন্স ফি পরিশোধের সুযোগ পাবে বলে জানিয়েছেন সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী।
এতে নগরবাসীর দুর্ভোগ ও ভোগান্তি কমে আসার পাশাপাশি সিটি কর্পোরেশনের দীর্ঘদিনের অনিয়ম দূর হবে এবং কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। সিটি কর্পোরেশন মিলনায়তনে এটিএনআরকে ও ডাচ বাংলা ব্যাংকের নির্মিত ই-রেভিনিউ সিস্টেম সফটওয়্যারের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্যানেল মেয়র আবদুস সবুর লিটনসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।
মিরসরাইয়ে খান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ১৫’শ কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলার খান কমিউনিটি সেন্টারে ফখরুল ইসলাম খান সিআইপি এর উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। হিঙ্গুলী ইউনিয়ন কমান্ডার একেএম সামছুল হুদার সভাপতিত্বে দীন মোহাম্মদ ও নোমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমেদ। উপস্থিত ছিলেন, খান কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা জিয়া উদ্দিন বাবলু, জিয়াউর রহমান। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমান্ডার ও মাদরাসা শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন অতিথিরা।
চট্টগ্রামের ইপিজেড এলাকায় বাংলা ট্র্যাক প্রিমিয়ার লীগ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে টুর্নামেন্টের আয়োজন করে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি।
সিডিআই মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪০ নম্বর ওয়ার্ড চট্টগ্রাম মহানগর যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক এইচ এম জামাল উদ্দীন, বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির সহকারি কোচ মোস্তাফিজুর রহমান ও টি এস পি কমপ্লেক্স সেকেন্ডারি স্কুলের ক্রীড়া শিক্ষক রবিউল ইসলামসহ অন্যান্য অতিথিরা।










