চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৭:৫৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নগরীর থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠানের আয়োজন করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প জাতীয় নগর দারিদ্র্য হ্রাসকরণ কর্মসূচি ইউএডিপি। চট্রগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি মেয়র মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। এসময় তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের নারী ও পুরুষের সমান অবদান রয়েছে। নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।
টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য এই প্রতিপাদ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
এ উপলক্ষে দুপুরে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জিতু। বক্তারা বলেন দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদেরও ভূমিকা রয়েছে। দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পুরুষের পাশাপাশি নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠা করতে হবে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামের ভাটিয়ারী গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবে উদ্বোধন করা হয়েছে মুজিববর্ষ চট্টগ্রাম ওপেন।
বেলুন এবং ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ২৪ পদাতিক ডিভিশন চট্টগ্রাম এর জিওসি ও ভাটিয়ারী গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড মোহাম্মদ হাফিজুর রহমান, ব্রিগেডেয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আসাদুল হক মিয়াসহ আরো অনেকে। টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা,অস্ট্রেলিয়া, আমেরিকা ও আফ্রিকাসহ বিভিন্ন দেশের এশিয়ান ট্যুরের গল্ফ খেলোয়াড়রা অংশ নিবেন।
চট্টগ্রাম নগরীর মোহাম্মদপুর এলাকা থেকে বিপুল পরিমান অবৈধ ভিওআইপি সরঞ্জাম ও তিন হাজার মোবাইলের সিম উদ্ধার করেছে রেব।
এসময় মোহাম্মদ নাছির উদ্দীন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। রেব কর্মকর্তারা জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর থাইফুডের বিপরীতে সমাম টাওয়ারের ৫ম তলার একটি ফ্ল্যাট থেকে এসব সরঞ্জাম ও সিম উদ্ধার করা হয়। বিকেলে রেব-৭ এর চান্দগাঁও কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।










