চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৮:০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন চট্টগ্রামের সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
নগরীর টাইগারপাসে সিটি কর্পোরেশেন কার্যালয়ের সামনে কাউন্সিলর ও কর্পোরেশন কর্মকর্তাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে কর্পোরেশন মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি মেয়র। এসময় মেয়র বলেন, পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এক তাৎপর্যপূর্ণ ঘটনা। বঙ্গবন্ধুর ভাষণটি বিশ্ব ঐতিহ্য হিসেবেও স্বীকৃত।এটি বিশ্বে সর্বাধিক প্রচারিত অলিখিত ভাষণ।
বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হাসপাতালের পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট প্রফেসর এম.এ তাহের খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মইনুল ইসলাম মাহমুদ। মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ কিডনী রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ ইমরান বিন ইউনুস। বিশেষ অতিথি ছিলেন ইউ.কে কনকুয়েস্ট হাসপাতালের কনসালটেন্ট ইর্মারজেন্সি মেডিসিন ডাঃ মোহাম্মদ ওহিদুল আলম, হাসপাতালের ভাইস চেয়ারম্যান এস.এম মোরশেদ হোসেইন, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাবেদ আফসার।
মিথ্যা মামলা ও সন্ত্রাসীদের অব্যাহত প্রাণ নাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন, চট্টগ্রামের ফটিকছড়ির সাবেক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ বাকের।
সকালে ফটিকছড়ির নানুপুরে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। তিনি অভিযোগ করেন, সম্প্রতি তাকে হত্যার জন্য সন্ত্রাসী বখতেয়ার ও জনকুরের একটি ফোনালাপ ফাঁস হয়েছে। এছাড়াও এ চক্রটির প্ররোচণায় তারই রাজনৈতিক সহকর্মী রাশেদ কামাল হত্যাকান্ডের ঘটনায় তাকে আসামী করে রাশেদের পরিবার। এ মামলায় তিনি জামিনে আছেন। হুমকিদাতা বখতেয়ার ও জনকুসহ ষড়যন্ত্রকারীদের গ্রেফতারের দাবি জানান তিনি।
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলায় চল- এই শ্লোগানে চট্টগ্রামের বাংলাবাজারে আয়োজন করা হয়েছে মরহুম মীর আহম্মদ কন্ট্রাক্টর স্মৃতি দিবা-রাত্রি ক্রিকেট টুর্ণামেন্ট।
ক্রীড়া সংগঠন- ব্ল্যাক বেরি বয়েজ আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য শেখ নওশেদ সরোয়ার পিন্টু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহ-সভাপতি এস এম মোরশেদ হোসেন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরীসহ অন্যান্য অতিথিরা। এসময় বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার চর্চা বাড়ানো গেলেই মাদক থেকে মুক্ত থাকবে যুব সমাজ। উদ্বোধনী খেলায় মকবুল হোসেন স্মৃতি সংসদ ও আক্তারুন্নেচ্ছা স্মৃতি সংসদ অংশ নেয়।
চট্টগ্রামে বঙ্গবন্ধু অনুর্ধ-১৮ জাতীয় বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান- বিকেএসপি।
চট্টগ্রাম ক্লাবের স্পোর্টস কমপ্লেক্স মাঠে চট্টগ্রাম জেলা দলকে ৫৬-২৮ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিকেএসপি। পরে দু’দলের খেলোয়াড়দের হাতে ক্রেষ্ট, মেডেল ও সার্টিফিকেট তুলে দেন সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান নাদের খান, ইস্পাহানী গ্রুপের চেয়ারম্যান সালমান ইস্পাহানী, বাস্কেটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মাঈনুল আহসান মঞ্জুসহ বাস্কেটবল ফেডারেশনের সদস্যরা।বাস্কেটবল ফেডারেশনের সহযোগিতায় প্রথমবারের মতো এ টুর্নামেন্টের আয়োজন করে চট্টগ্রাম ক্লাব। দেশের বিভিন্ন জেলা-উপজেলার ১১টি দল টুর্নামেন্টে অংশ নেয়।










