চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৯:২০:১৩ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামে মমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশন গাউছিয়া কমিটির উদ্যোগে ভাসমান-টিকা বঞ্চিতদের মাঝে করোনার টিকা দেয়া হয়েছে।
সকালে নগরীর খতিব পাড়া এলাকায় ব্রাইট স্পার্ক গ্রামার স্কুল মাঠে টিকা কর্মসূচির উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী রুমেল। এ সময় ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খানসহ ফাউন্ডেশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বলেন, করোনার টিকা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে সেবামূলক সংগঠন কাজ করছে।সরকারের এ উদ্যোগে অংশ হিসেবে কাজ করছে মমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশন।
সারাদেশের মতো চট্টগ্রামেও উদযাপিত হলো ভোটার দিবস। এ উপলক্ষে সকালে জেলা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে শোভাযাত্রাটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশ নেয় বিভাগীয় কমিশনার আশফাক উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ আরো অনেকেই।
চট্টগ্রামে অগ্নিঝরা মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে হালিশহর বড়পোল এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুর রহমান। সঙ্গে ছিলেন নেতা কর্মীরা। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মনির উদ্দিন মনি, কর্নফুলী মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: জাহেদসহ নেতা-কর্মীরা।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
গেলো রাতে নগরীর শাহ আমানত মাজারে দোয়া মাহফিলের আয়োজন করে নগর স্বেচ্ছাসেবক লীগ। পরে মাজার সংলগ্ন এতিমখানায় এতিমদের মাঝে রাতের খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বেসরকারী কারা পরিদর্শক নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুর রহমান আজিজ।এসময় আরো উপস্থিত ছিলেন, আমানত শাহ মাজারের খাদেম শাহিন শাহ, সাবুদ্দিন সাবুসহ স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা। পরে দোয়া ও মোনাজাত করা হয়।
চট্টগ্রামের সেবামূলক ও সামাজিক সংগঠন আল মাগরিব ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষ্যে নগরীর স্টেশন রোড এলাকায় একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মহিবুল্লাহ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্টজন, বুদ্ধিজীবী, সমাজসেবক ও পেশাজীবিরা উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, এতিম-অনাথ শিশু-কিশোর, বিধবা ও বৃদ্ধদের পুনর্বাসন, প্রাকৃতিক দুর্যোগ ও নানা দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা দান, শিক্ষিত বেকারদের দক্ষ করে তোলাসহ মানবিক সকল কাজ করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে আল মাগরিব ফাউন্ডেশন।
চট্টগ্রামে অনুষ্ঠিত হলো লেগ ফিটনেস ম্যানস দা জিমের এক বছর পুর্তি অনুষ্ঠান।
সকালে নগরীর লালখান বাজার এলাকায় গড়ে উঠা প্রতিষ্ঠানটিতে বর্ষপূর্তির কেক কাটেন জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন। এসময় উপস্থিত ছিলেন ভিআইপি স্পোর্টস এন্ড ফিটনেস এর কর্ণধার মোতালেব খান, চিটাগাং জিম ওনার্স এসোসিয়েশনের কর্মকতা, মিস্টার বাংলাদেশ, মিস্টার চিটাগাংসহ অসংখ্য বডি বিল্ডাররা। অতিথিরা বলেন, প্রতিনিয়ত শরীর চর্চার মাধ্যমে সুস্বাস্থ্য গড়ে তুলতে সাহায্য করে। শরীর চর্চার জন্য লেগ ফিটনেস ম্যানস দা জিম সচেতন মানুষদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলে জানান তারা।
বিশুদ্ধ পানির অভাবে ফেনীর বিভিন্ন অঞ্চলে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী।
পানির ওজন স্তর নিচে নেমে যাওয়ায় এইসব এলাকায় গভীর নলকূপ স্থাপন জরুরী হয়ে পড়েছে।
ফেনী জেলার বিভিন্ন পর্যায়ে শতাধিক গভীর নলকূপ বিতরণ করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সাধারন সম্পাদক এম মোকছুদুর রহমান মিয়াজী। মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে এসব নলকূপ দেয়া হয়েছে বলে জানান এম মোকছেদুর রহমান মিয়াজী। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ডা: মুহাম্মদ মাহতাব হোসাইন মাজেদ।
ফেনীর ছাগলনাইয়ায় বড় ভাই আবদুর রউফের হামলায় ছোট ভাই আবদুল হামিদ আহত হয়েছে
জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়া-গোধা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গেলো রাতে ঘর থেকে বের হলে বড় ভাই আবদুর রউফসহ ভাড়াটে সন্ত্রাসীরা কফিলউদ্দিন আব্দুল হামিদকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ছাগলনাইয়া থানায় ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।










