চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৯:২৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে ইতালির উদ্দেশ্যে রওনা হয়েছে জাহাজ ‘এমভি সোঙ্গা চিতা’।
বিকেল ৩টার দিকে চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটি ত্যাগ করে জাহাজটি। বাংলাদেশ-ইতালি রুটে জাহাজ চলাচল কার্যক্রম উদ্বোধন করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। প্রথমবারের মতো ৪৯৩ বক্সে ৯৫০টি ই-ইউস নিয়ে যাত্রা শুরু করে সোঙ্গা চিতা। জাহাজটি ইউরোপে পৌঁছতে সময় লাগবে দুই সপ্তাহ। এর মাধ্যমে বাংলাদেশের পোশাক রপ্তানী খাতে নতুন দ্বার উম্মোচিত হলো বলে জানান বন্দর চেয়ারম্যান। বন্দর ব্যবহারকারীরা জানান, ইউরোপের সাথে সরাসরি জাহাজ চালু হওয়ায় রপ্তানী পোশাক গন্তব্যে পৌছতে সময় ও ব্যয় কমবে। এতে লাভবান হবে বলে মনে করেন বন্দর ব্যবহারকারী ও ব্যবসয়ীরা।
কক্সবাজারের টেকনাফে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
টেকনাফ মডেল থানার কর্মকর্তা জানান, ভোরে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী নাম নুরুল ইসলাম মুন্না। এর আগে ‘মাদক ব্যবসায়ী মুন্নার বাড়িতে গাঁজার চালান পাচারের জন্য মজুত রাখা হয়েছে বলে খবর পায় পুলিশ। পরে ভোরে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে মাটির নীচ থেকে বস্তাভর্তি ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা।
চট্টগ্রামের ফটিকছড়ি উম্মুল-আশেকীন-মুনাওয়ারা-বেগম এতিমখানার স্থায়ী আবাসিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন সৈয়দ-মোহাম্মদ-হাসান-মাইজভান্ডারী। এতিমখানা কমিটির সহসভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান সোয়েব আল সালেহীন, মোহাম্মদ কামরুল হাসান চৌধুরীসহ আরো অনেকেই। করুণা নয়, নৈতিক দায়িত্ববোধ থেকে এতিমদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা। পরে দোয়া ও মোনাজাত করা হয়।
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, এই শ্লোগানে চট্টগ্রামের বন্দর থানার কলসি-দীঘীতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
গোল মোহাম্মদ সওদাগর বাড়ি আয়োজিত সানজু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান মুরাদ। উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠক সরওয়ার আলম বাপ্পিসহ আরো অনেকেই। এসময় বক্তারা বলেন, যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। তাই যুব সমাজের মাঝে ক্রীড়া চর্চা বাড়ানোর পদক্ষেপের নেয়ার আহ্বান জানানো হয়।










