চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৯:২৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
রাত পোহালেই চট্টগ্রামের সাতকানিয়ায় ১৬ ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হবে নির্বাচন।
নির্বাচনে ১৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪২ জন ও সাধারণ সদস্য পদে ৫শ’৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ৪ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৪ জন। সকাল থেকে ব্যালট পেপার ছাড়া বাকি সব নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, সাতকানিয়ায় সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে ১ হাজার ৩৬৩ জন পুলিশ সদস্য নিয়োগ করা হয়েছে।
সনাতন ধর্মালম্বীদের বাণি অর্চনা উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা, চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
নগরীর ফিরিঙ্গীবাজার এলাকায় সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত বাংলাদেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে যে কোন ধরনের অপচেষ্টা রুখে দিতে দেশের সকল ধর্মালম্বীদের সচেতন থাকতে হবে।
চট্টগ্রামের লোহাগাড়ায় মানবতার সেবায় সর্বত্র আমরা’ শ্লোগানে সামাজিক ও মানবিক সংগঠন প্রজন্ম লোহাগাড়ার বার্ষিক মিলনমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পুটিবিলা এলাকায় একটি পার্কে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানবিক সংগঠন প্রজন্ম লোহাগাড়া দীর্ঘদিন ধরে উপজেলার দুরারোগ্য রোগীদের অর্থিক সাহায্য, দারিদ্র্য শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণসহ নানা সামাজিক কর্মকাণ্ড করে আসছে এই সংগঠনটি। দিনব্যাপী আয়োজনের মধ্যে আলোচনা সভা ছাড়াও রেফেল ড্র, ক্রীড়া প্রতিযোগিতা।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে পুলিশ।
এসব শাড়ির আনুমানিক বাজার মূল্য ১২ লাখ টাকা। তবে চোরাকারবারী দলের কাউকে আটক করতে পারেনি পুলিশ। মাটিরাঙ্গা থানার ওসি তদন্ত আমজাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গার ৭ নম্বর ওয়ার্ডের মনোরঞ্জন কার্বারী পাড়ায় অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় কাউকে আটক করতে না পারলেও বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করে পুলিশ। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। চক্রটি দীর্ঘদিন দেশের বিভিন্ন জায়গায় ভারতীয় শাড়ি পাচার করে আসছিলো বলে জানায় পুলিশ।
খাগড়াছড়ির দিঘীনালা, মাটিরাংগা ও রামগড় উপজেলায় গড়ে উঠা ১১টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
এসময় ইটভাটা গুলোর মালিকদের ৮ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। দিঘীনালা উপজেলার চারটি ইটভাটার মালিককে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা। মাটিরাঙ্গার তিনটি ইটভাটাকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটা বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
ভুমীমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পক্ষ থেকে চট্টগ্রামের আনোয়ারায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আনোয়ারা উপজেলার উত্তর চরলক্ষ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এসব কম্বল বিতরণ করেন আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দীন হায়দার । এসময় বক্তারা বলেন, দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। না হলে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে না।
চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন জংগল সলিমপুর এলাকার সন্ত্রাসী আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে রেব-৭। এসময় ৫ জনকে আটক করা হয়।
রেব জানায়, ছিন্নমূল জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী শিবলুর ঘর থেকে আটক ৫জনকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় রেব। এসময় সন্ত্রাসী মশিউরের ছেলে শিবলুর নেতৃত্বে একদল সন্ত্রাসী রেব সদস্যদের উপর হামলা চালায়। রেব ও পাল্টা গুলি ছুঁড়লে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে এলাকাটিতে অভিযান চালিয়ে দেশি বিদেশি ১১টি আগ্নেয়াস্ত্র, ১ টি ধারালো ছুরিসহ ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।










