চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৮:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
করোনার বিস্তার ঠেকাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।
শুক্রবার রাত পর্যন্ত ক্যম্পাসে অবস্থানকারীদের মধ্যে ১৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ বিষয়ে সকালে সিন্ডিকেট সদস্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে লকডাউনের এই সিদ্ধান্ত জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরিন আক্তার। এর পরপরই প্রধান গেইটসহ ক্যাম্পাসের সবকটি গেটে তালা ঝুলিয়ে দেয়া হয়। ক্যাম্পাসের ভেতরে প্রবেশ কিংবা বের হওয়ার ওপরও কড়াকড়ির নির্দেশনা দেয়া হয়েছে। লকডাউন চলাকালে প্রশাসনিক জরুরী কাজগুলো চট্টগ্রাম শহরে অবস্থিত চারুকলা ইনস্টিটিউট থেকে পরিচালনা করারও সিদ্ধান্ত জানান উপাচার্য।

















