চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্তার প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ

- আপডেট সময় : ১২:২০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্তার প্রতিবাদ, সান্ধ্য আইন বাতিল, ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারসহ ৪ দফা দাবীতে রাতভর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভের পর সকালেও ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ করেছে করেছে শিক্ষার্থীরা।
গত রাত সাড়ে নয়টার দিকে প্রথমে নিজ নিজ হলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ছাত্রীরা। পরে রাত সাড়ে ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এসময় তারা সান্ধ্য আইন বাতিলের দাবী জানান। ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা বৃদ্ধিসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবী জানানো হয়। কয়েকিদন আগে এক ছাত্রীর শ্লীলতাহানি ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। এরপরই প্রশাসন সান্ধ্য আইন জোরদার করে। এ অবস্থায় ছাত্রীর শ্লীলতাহানির সাথে জড়িতদের আইনের আওতায় না এনে সান্ধ্য আইনের কড়াকড়ি বৃদ্ধি করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।